সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


 দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত শফিকুল ইসলাম দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার ১২১৬ নম্বর সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং ঘটনার রাতে ভারতের অভ্যন্তরে গেলে বিএসএফের গুলিতে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”


সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, “শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়া এলাকায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।”


তিনি আরও বলেন, “এ ঘটনায় বিজিবি পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”


নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শফিকুল ইসলাম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে স্ত্রী লিমা বেগম ছোট তিন সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, দোয়ারাবাজার সীমান্ত এলাকায় গরু ও সুপারি চোরাচালান পূর্বের তুলনায় বেড়ে গেছে। চোরাকারবারিদের সঙ্গে একটি চক্রের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে প্রায়ই বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটছে।

এর আগে গত ১০ এপ্রিল, দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া মোকামছড়া গ্রামের কুটি মিয়া (৫০) ভারতের মেঘালয়ের শিলং জেলার মোশাররম থানার নথরাই পুঞ্জি এলাকায় খাসিয়াদের গুলিতে নিহত হন। তিনি সুপারি চুরির উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করেছিলেন বলে জানা যায়।

স্থানীয়দের দাবি, সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে কার্যকর সমন্বয় ছাড়া এ ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Reviewed by প্রান্তিক জনপদ on 7/12/2025 08:08:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.